Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

citizen charter

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি শিশু পরিবার (বালিকা)

রায়নগর, সিলেট

সিটিজেন চার্টার

ক্রঃ নং

কার্য্ক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়মীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

০১

সরকারি শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন ও পুনর্বাসন।

  1. অনূর্ধ্ব ১৮ বছর  বয়স  পর্য্ন্ত এতিম শিশুদের প্রতিপালন।
  2. পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে এতিম শিশুদের লালন পালন।
  3. শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।
  4. মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ।
  5. নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ্ সাধন।
  6. পুনর্বাসন ও স্বনির্ভ্তা  অর্জনের লক্ষ্যে তাদের কর্ম্সংস্থানের ব্যবস্থা করা ।
  1. ৬-৯ বছর বয়সী এতিম অর্থাৎ পির্তৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশু ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্য্ন্ত সেবা প্রদান করা হয়।
  2. উচ্চ শিক্ষা গ্রহণকারী মেধাবী শিক্ষার্থী।
  1. শিশু পরিবারে ভর্তির জন্য আবেদন পত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্তকরণ।
  2. শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্য্ন্ত বিভিন্ন ধরনের সেবা প্রদান।
  1. জেলা সদর ও কিছু কিছু উপজেলায় অবস্থিত ৪৩টি বালক, ৪১ টি বালিকা, ও ১টি মিশ্র্র সর্বমাট ৮৫টি সরকারি শিশু পরিবার।